online passport status check


আপনারা যারা পাসপোর্টের জন্য আবেদন করার পর পাসপোর্ট অফিসে গিয়ে আপনারা ফিঙ্গার ছবি তুলেছেন এবং আপনাদের একটি পাসপোর্টের স্লিপ দিয়েছে এখন আপনারা ঘরে বসে থেকে আপনাদের মোবাইল ফোন দিয়ে কিভাবে চেক করবেন আপনাদের পাসপোর্ট তৈরি হয়েছে কিনা কিভাবে চেক করবেন সেই প্রসেসটি আপনাদের দেখাবো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আর্টিকেলটি পড়বেন।

১. প্রথমে আপনাদের ফোন থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন।

২. তারপর ব্রাউজারে সার্চ অপশনে ক্লিক করে টাইপ করবেন 
online passport status check bd তারপর সার্চ করবেন।

৩. তারপর পাসপোর্ট এর ওয়েবসাইটটি দেখতে পাবেন প্রথমে সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন।


৪. তারপর দেখতে পাবেন Application ID এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের ছবি ফিঙ্গার শেষে একটি স্লিপ দেওয়া হয় সেই স্লিপে উপরে একটি নাম্বার লেখা আছে সেই নাম্বারটি টাইপ করবেন।



৫. তারপর আপনাদের জন্ম তারিখ টাইপ করবেন জন্ম তারিখ টাইপ করার পর আপনারা দেখতে পারবেন একটি ক্যাপচার শো করছে সে ক্যাপচারে উপরে ক্লিক করবেন তারপর চেক অপশনে ক্লিক করবেন।


৬. তারপর আপনাদের পাসপোর্টের স্ট্যাটাস দেখতে পারবেন আপনাদের পাসপোর্টটি তৈরি হয়েছে কিনা। যদি আপনারা দেখতে পান পাসপোর্ট রেডি তাহলে আপনারা বুঝবেন আপনাদের পাসপোর্টটি তৈরি হয়ে গেছে তখন আপনাদের আঞ্চলিক পাসপোর্টে অফিসে গিয়ে আপনাদের পাসপোর্টটি কালেক্ট করবেন।


৭. এভাবে আপনারা ঘরে বসে থেকেই আপনাদের ফোন দিয়ে আপনারা দেখতে পারবেন আপনাদের পাসপোর্টটি তৈরি হয়েছে কিনা।

যদি আপনাদের এই বিষয়ে আরো কোন তথ্য জানতে চান অথবা কোন মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Previous Post
No Comment
Add Comment
comment url