Robi Call History Check

আপনারা অনেকেই জানতে চেয়েছেন। অন্যদের রবি সিমের কল হিস্টরি নিজের ফোন থেকে কিভাবে চেক করবো। সেই প্রসেস টি এই পোস্টে বিস্তারিত আলোচনা করবো।


অন্য রবি সিমের কল হিস্টরি চেক করার প্রসেস

১. প্রথমে প্লে-স্টোর আপটি ওপেন করে MyRobi অ্যাপ ইন্সটল করে ওপেন করবেন।


২. তারপর আপনারা যে রবি সিমের কল হিস্টরি চেক করতে চাচ্ছেন সেই রবি নাম্বার দিয়ে MyRobi অ্যাপে লগইন করে নিবেন।


৩. লগইন করার পর আপনারা উপরে ডানপাশে দেখতে পাবেন থ্রি ডট অপশন সেই অপশনে ক্লিক করবেন।


৪. তারপর আপনারা দেখতে পাবেন হিস্টরি সেই অপশনে ক্লিক করবেন।


৫. তারপর আপনারা একটু ডান দিকে Swipe করলেই দেখতে পাবেন Voice Call Internet SMS Recharge Option আপনাদের যে হিস্টরি গুলো দেখতে চাচ্ছেন সেই অপশনে ক্লিক করলেই হিস্টরি গুলো দেখতে পাবেন।


এই ভাবে আপনারা অন্য রবি সিমের সকল হিস্টরি গুলো দেখতে পাবেন নিজের ফোন থেকে। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url