Smart NID Card Status Check


আপনারা যারা অফলাইন অথবা অনলাইনে নতুন ভোটার হয়েছেন, আপনারা নতুন ভোটার হওয়ার পর, আপনাদের মনে একটি সবসময় প্রশ্ন হয় কবে স্মার্ট এনআইডি কার্ড পাবো, আপনারা যারা নতুন ভোটার হয়েছেন, আপনারা কবে স্মার্ট এনআইডি কার্ড পাবেন, আপনারা এসএমএস ছাড়াই কিভাবে নিজেরাই চেক করবেন, আপনাদের স্মার্ট এনআইডি কার্ড তৈরি হয়েছে কি না, বিস্তারিত এই পোস্টে আলোচনা করবো।

প্রথমে আপনাদের ফোন থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন।

তারপর আপনারা ব্রাউজারে সার্চ অপশনে টাইপ করবেন NID Card Status তারপর সার্চ করবেন।

তারপর আপনারা প্রথমে NID Service ওয়েবসাইট দেখতে পাবেন সেই ওয়েবসাইটে ক্লিক করবেন।


তারপর আপনাদের ভোটার ফর্ম নম্বর টাইপ করবেন।


তারপর আপনারা নতুন ভোটার হওয়ার সময় যে জন্ম তারিখ দিয়েছেন, সেই জন্ম তারিখ টাইপ করবেন।


তারপর আপনারা দেখে দেখে ক্যাপচার টি টাইপ করবেন।


তারপর আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন।


তারপর আপনারা দেখতে পাবেন Status সেই অপশনে দেখতে পাবেন আপনাদের স্মার্ট এনআইডি কার্ডটি Complete না Pending আছে, যদি Pending Options Show করে তাহলে বুঝবেন আপনাদের স্মার্ট এনআইডি কার্ড তৈরি হয় নাই।


তারপর যদি Complete Options Show করে তাহলে বুঝবেন আপনাদের স্মার্ট এনআইডি কার্ড তৈরি হয়েছে, তারপর আপনারা Swipe করে ডান দিকে এগিয়ে যাবেন।


তারপর আপনারা দেখতে পাবেন Contact Address সেই অপশনে দেখতে পাবেন কোন ঠিকানায় যোগাযোগ করলে আপনাদের স্মার্ট এনআইডি কার্ড পাবেন।


আপনারা যারা নতুন ভোটার হয়েছেন, এই ভাবে আপনারা চেক করবেন আপনাদের স্মার্ট এনআইডি কার্ড তৈরি হয়েছে কি না, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ 

Post a Comment

Previous Post Next Post