Jonmo Nibondhon Online Copy Download

আপনারা যারা নতুন জন্ম নিবন্ধন করেছেন, ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন নিতে গেলে শুধু আপনাদের Date দেয়, ইউনিয়ন পরিষদে না গিয়ে কিভাবে আপনারা অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদ কপি ডাউনলোড করবেন, এই পোস্টে বিস্তারিত আলোচনা করবো।


নতুন নিয়মে অনলাইন জন্ম সনদ ডাউনলোড প্রসেস

১. প্রথমে আপনাদের ফোন থেকে ক্রম ব্রাউজার ওপেন করবেন।

২. তারপর আপনারা সার্চ অপশনে ক্লিক করে টাইপ করবেন everify.bdris.gov.bd তারপর নিচে দেখতে পাবেন Arrow Options আপনারা সেই অপশনে ক্লিক করবেন।


৩. তারপর আপনারা দেখতে পাবেন Birth Registration Number এই অপশনে আপনাদের জন্ম নিবন্ধন নম্বর টাইপ করবেন।


৪. তারপর দেখতে পাবেন Date of Birth এই অপশনে আপনাদের জন্ম নিবন্ধনের জন্ম তারিখ টাইপ করবেন।


৫. তারপর দেখতে পাবেন Captcha এই Captcha টি যোগ অথবা বিয়োগ করে যে সংখ্যা হবে সেই সংখ্যা টি টাইপ করে সার্চ অপশনে ক্লিক করবেন।


৬. তারপর আপনাদের জন্ম সনদ অনলাইন কপি দেখতে পাবেন, তারপর জন্ম সনদ অনলাইন কপি ডাউনলোড করার জন্য উপরে ডানপাশে থ্রি ডট অপশনে ক্লিক করবেন।


৭. তারপর আপনারা শেয়ার অপশনে ক্লিক করবেন।


৮. তারপর আপনারা প্রিন্ট অপশনে ক্লিক করবেন।


৯. তারপর দেখতে পাবেন PDF Files এই অপশনে ক্লিক করবেন।


১০. তারপর নিচে দেখতে পাবেন Save Options আপনারা সেই অপশনে ক্লিক করলেই জন্ম সনদ অনলাইন কপি আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে।


১১. তারপর আপনাদের ফোন থেকে অনলাইন জন্ম সনদ কপি PDF Files বের করে কোনো এক দোকান থেকে প্রিন্ট করে নিবেন।

এই ভাবে আপনারা ইউনিয়ন পরিষদে না গিয়ে অনলাইন থেকে আপনাদের জন্ম সনদ অনলাইন কপি ডাউনলোড করে নিবেন। ধন্যবাদ 

Post a Comment

Previous Post Next Post