IMO Inactive Account Automatic Delete Solve

ইমো অ্যাপে নতুন আপডেট। আপনারা যারা ইমো অ্যাপ ব্যবহার করেন। অটোমেটিক ইমো অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে যদি আপনাদের ইমো অ্যাপে নতুন অপশন অন না করেন। ইমো অ্যাপে নতুন অপশনটি অন না করলে ইমো অ্যাকাউন্ট অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এই ব্লগ পোস্টে বিস্তারিত আলোচনা করবো।


ইমো অ্যাকাউন্ট অটোমেটিক ডিলিট না হওয়ার প্রসেস

১. প্রথমে আপনাদের ফোন থেকে প্লে-স্টোর আপটি ওপেন ইমো অ্যাপটি আপডেট করবেন।

২. তারপর ইমো অ্যাপটি ওপেন করে ইমোর প্রোফাইল অপশনে ক্লিক করবেন।


৩. তারপর আপনারা সেটিংস অপশনে ক্লিক করবেন।


৪. তারপর আপনারা অ্যাকাউন্ট সেটিংস অপশনে ক্লিক করবেন।


৫. তারপর আপনারা নিচে দেখতে পাবেন Set inactively time এই অপশনে ক্লিক করবেন।


৬. তারপর আপনাদের ইমো অ্যাপে যদি ৩ মাস সিলেক্ট করা থাকে। তাহলে অবশ্যই ১২ মাস সিলেক্ট করে দিবেন। কারণ যদি ৩ মাস সিলেক্ট করা থাকে। তাহলে আপনারা যদি ৩ মাস ইমো অ্যাপ না ব্যবহার করেন। তাহলে অটোমেটিক ইমো অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। আর যদি আপনারা ১২ মাস সিলেক্ট করে রাখেন। ইমো যারা ব্যবহার করেন কেউ কখনো ইমো অ্যাপ ১২ মাস ব্যবহার না করে থাকে না। আপনারা ১২ মাসের আগে একবার ইমো অ্যাপে লগইন করলেই আর ইমো অ্যাকাউন্ট অটোমেটিক ডিলিট হবে না।


আপনারা এই ভাবে ইমো অ্যাকাউন্ট অটোমেটিক ডিলিট হওয়া থেকে রক্ষা করাতে পারবেন। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url