Gmail Account Create Without Phone Number in Bangladesh
আপনারা যারা নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। স্মার্ট ফোন দিয়ে ফোন নাম্বার ছাড়াই কিভাবে নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। এই ব্লগ পোস্টে বিস্তারিত আলোচনা করবো। অবশ্যই আপনারা Step By Step ফলো করবেন।
ফোন নাম্বার ছাড়াই নতুন জিমেইল অ্যাকাউন্ট খোলার প্রসেস
১. প্রথমে আপনাদের ফোন থেকে সেটিংস অপশন ওপেন করবেন।
২. তারপর আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন তারপর দেখতে পাবেন গুগল অপশন সেই অপশনে ক্লিক করবেন।
৩. তারপর আপনারা ডান পাশে দেখতে পাবেন Arrow Options সেই অপশনে ক্লিক করবেন।
৪. তারপর স্ক্রল ডাউন করে নিচে এসে Add Another Account এই অপশনে ক্লিক করবেন।
৫. তারপর আপনারা Create Account অপশনে ক্লিক করে My Personal Use এই অপশনে ক্লিক করবেন।
৬. তারপর আপনাদের নাম টাইপ করে Next Option ক্লিক করবেন।
৭. তারপর আপনাদের জন্ম তারিখ টাইপ করে Gender Select করে Next অপশনে ক্লিক করবেন।
৮. তারপর আপনারা কি নামে জিমেইল অ্যাকাউন্ট খুলবেন সেই নামটি টাইপ করে এলোমেলো করে সংখ্যা টাইপ করে Next অপশনে ক্লিক করবেন।
৯. তারপর আপনারা Strong Password টাইপ করে Next অপশনে ক্লিক করবেন।
১০. তারপর আবার আপনারা Next অপশনে ক্লিক করবেন।
১১. তারপর স্ক্রল ডাউন করে নিচে এসে I Agree অপশনে ক্লিক করবেন।
১২. তারপর আপনাদের নতুন জিমেইল অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে ফোন নাম্বার ছাড়াই।
এই ভাবে আপনাদের ফোন থেকে ফোন নাম্বার ছাড়াই নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। ধন্যবাদ