Delete Number Recovery in Facebook

আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন, ফেসবুক অ্যাকাউন্টে দারুন একটি অপশন, ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনাদের পাঁচ দশ বছরের আগের ডিলিট করা কন্টাক্ট নাম্বার গুলো রিকভারি করতে পারবেন সহজেই, আপনারা ফেসবুক থেকে পাঁচ দশ বছরের আগের ডিলিট করা কন্টাক্ট নাম্বার গুলো কিভাবে রিকভারি করবেন।


ডিলিট কন্টাক্ট নাম্বার রিকভারি করার নিয়ম 

প্রথমে আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন।

তারপর উপরে ডানপাশে দেখতে পাবেন থ্রি ডট অপশন আপনারা সেই অপশনে ক্লিক করবেন।


তারপর আপনারা সেটিংস অপশনে ক্লিক করবেন।


তারপর আপনারা স্কল ডাউন করে নিচে আসবেন, তারপর দেখতে পাবেন Access Your Information আপনারা এই অপশনে ক্লিক করবেন।


তারপর আপনারা Continue অপশনে ক্লিক করবেন।


তারপর আপনারা দেখতে পাবেন Your Information And Permissions এই অপশনে ক্লিক করবেন।


তারপর আবার আপনারা Access Your Information এই অপশনে ক্লিক করবেন।


তারপর আপনারা ফেসবুক অ্যাপে ক্লিক করবেন।


তারপর আপনারা দেখতে পাবেন Personal Information এই অপশনে ক্লিক করবেন।


তারপর আপনারা স্কল ডাউন করে নিচে আসবেন, তারপর দেখতে পাবেন Your Address Book এই অপশনে ক্লিক করবেন।


তারপর স্কল ডাউন করে নিচে আসলেই দেখতে পাবেন পাঁচ দশ বছরের আগের ডিলিট করা কন্টাক্ট নাম্বার গুলো, তারপর আপনাদের যে নাম্বারটি প্রয়োজন সেই নাম্বারে উপরে ক্লিক করলেই পুরো নাম্বার সহ দেখতে পাবেন।



আপনারা এই ভাবে ফেসবুক অ্যাকাউন্ট থেকে পাঁচ দশ বছরের আগের ডিলিট করা কন্টাক্ট নাম্বার গুলো রিকভারি করতে পারবেন, যদি আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ 

Post a Comment

Previous Post Next Post