Call List Check Online

রবি এয়ারটেল জিপি বাংলালিংক সিম আপনারা যারা ব্যবহার করেন। অনেক সময় আপনাদের প্রয়োজন হয় পাঁচ দশ বছরের আগের কল লিস্ট। কিন্তু কোনো ভাবেই আপনারা বের করতে পারছেন না পাঁচ দশ বছরের কল লিস্ট গুলো। এই ব্লগ পোস্টে আলোচনা করবো কিভাবে আপনাদের পাঁচ দশ বছরের কল লিস্ট গুলো বের করবেন।


পাঁচ দশ বছরের কল লিস্ট বের করার নিয়ম

১. প্রথমে আপনাদের ফোন থেকে প্লে-স্টোর আপটি ওপেন করে সার্চ করবেন e2pdf backup restore তারপর অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন।


২. তারপর I have read and agree এই অপশনে ক্লিক করে নিচে দেখতে পাবেন প্রসেস এই অপশনে ক্লিক করবেন।


৩. তারপর Click to Continue এই অপশনে ক্লিক করবেন।


৪. তারপর General Call Log এই অপশনে ক্লিক করবেন।


৫. তারপর আপনারা কত বছরের কল লিস্ট দেখতে চাচ্ছেন সেই তারিখ সিলেক্ট করে দিবেন।


৬. তারপর যেকোনো একটি নাম টাইপ করে Export to PDF এই অপশনে ক্লিক করবেন।


৭. তারপর কোনো Permission চাইলে সেগুলো Permission Allow করে দিবেন।


৮. তারপর আপনাদের কল লিস্ট গুলো দেখতে পাবেন। তারপর আপনাদের ফোনে কল লিস্ট PDF Files Save করার জন্য উপরে ডানপাশে দেখতে পাবেন শেয়ার অপশন সেই অপশনে ক্লিক করবেন।


৯. তারপর আপনাদের ফোনের Files Manager App টি সিলেক্ট করে দিবেন।


১০. তারপর Paste অপশনে ক্লিক করলেই আপনাদের ফোনে ফাইলটি সেভ হয়ে যাবে।


১১. তারপর আপনাদের ফোনের Files Manager থেকে File টি ওপেন করে আপনাদের সমস্ত কল লিস্ট গুলো দেখতে পাবেন।

এই ভাবে আপনাদের পাঁচ দশ বছরের কল লিস্ট গুলো দেখতে পাবেন। ধন্যবাদ 

Post a Comment

Previous Post Next Post