All SIM PUK Code in Bangladesh

বাংলালিংক রবি এয়ারটেল সিম আপনারা যারা ব্যবহার করেন, অনেক সময় জরুরি প্রয়োজনে সিমের PUK Code প্রয়োজন হয়, এই পোস্টে আলোচনা করবো কিভাবে আপনারা বাংলালিংক রবি এয়ারটেল সিমের PUK Code বের করবেন।


বাংলালিংক সিমের PUK Code বের করার নিয়ম

প্রথমে প্লে-স্টোরে থেকে MyBL Apps আপনাদের ফোনে ইন্সটল করে ওপেন করবেন।

তারপর আপনারা যে বাংলালিংক সিমের PUK Code জানতে চাচ্ছেন সেই নাম্বার দিয়ে MyBL অ্যাপে অ্যাকাউন্ট করবেন।

তারপর আপনারা উপরে ডানপাশে থ্রি ডট অপশনে ক্লিক করবেন।


তারপর SIM PIN/PUK এই অপশনে ক্লিক করলেই আপনাদের বাংলালিংক সিমের PUK Code দেখতে পাবেন।


রবি সিমের PUK Code বের করার নিয়ম

প্রথমে প্লে-স্টোরে থেকে MyRobi Apps আপনাদের ফোনে ইন্সটল করে ওপেন করবেন।

তারপর আপনারা যে রবি সিমের PUK Code জানতে চাচ্ছেন সেই নাম্বার দিয়ে MyRobi অ্যাপে অ্যাকাউন্ট করবেন।

তারপর আপনারা উপরে ডানপাশে থ্রি ডট অপশনে ক্লিক করে স্কল ডাউন করে নিচে আসবেন।


তারপর View PIN/PUK এই অপশনে ক্লিক করলেই আপনাদের রবি সিমের PUK Code দেখতে পাবেন।


এয়ারটেল সিমের PUK Code বের করার নিয়ম

প্রথমে প্লে-স্টোরে থেকে My Airtel Apps আপনাদের ফোনে ইন্সটল করে ওপেন করবেন।

তারপর আপনারা যে এয়ারটেল সিমের PUK Code জানতে চাচ্ছেন সেই নাম্বার দিয়ে MyAirtel অ্যাপে অ্যাকাউন্ট করবেন।

তারপর আপনারা উপরে ডানপাশে থ্রি ডট অপশনে ক্লিক করে স্কল ডাউন করে নিচে আসবেন।


তারপর View PIN/PUK এই অপশনে ক্লিক করলেই আপনাদের এয়ারটেল সিমের PUK Code দেখতে পাবেন।


এই ভাবে আপনাদের বাংলালিংক রবি এয়ারটেল সিমের PUK Code সহজেই জেনে নিতে পারবেন। ধন্যবাদ 

Post a Comment

Previous Post Next Post