GP SIM PUK Code Problem Solved


আপনারা যারা জিপি সিম ব্যবহার করেন, আপনাদের জিপি সিমে যদি পাক কোড ব্লক হয়ে যায়, তাহলে কিভাবে আপনারা সঠিক নিয়মে জিপি সিমের পাক কোড জেনে নিবেন, সহজ সমাধান, নিচের লেখা গুলো অনুসরণ করুন।

প্রথমে যে কোনো ফোন থেকে ডায়াল প্যাড ওপেন করবেন।


আপনারা টাইপ করবেন*১২১*৬*৪*২# তারপর কল অপশনে ক্লিক করবেন।


তারপর আপনারা জিপি সিমটি সিলেক্ট করে দিবেন।


তারপর যে জিপি সিমের পাক কোড ব্লক হয়ে গেছে সেই সিমের নাম্বারটি টাইপ করে সেন্ড অপশনে ক্লিক করবেন।


তারপর ১নম্বর সিলেক্ট করে সেন্ড অপশনে ক্লিক করবেন।


তারপর যে সিমের পাক কোড জানতে চাচ্ছেন, সেই সিমটি যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, সেই এনআইডি কার্ড এর নম্বরটি টাইপ করে সেন্ড অপশনে ক্লিক করবেন।


তারপর আপনারা এনআইডি কার্ডের জন্ম তারিখ টাইপ করে সেন্ড অপশনে ক্লিক করবেন।


তারপর আপনারা যদি সঠিক তথ্য প্রধান করেন, তাহলে কিছু খন পর জিপি কাস্টমার কেয়ার থেকে আপনাদের মেসেজ দিয়ে জানিয়ে দিবে, জিপি সিমের পাক কোড নম্বর।


এই ভাবে আপনারা জিপি সিমের পাক জেনে নিতে পারবেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Post a Comment

Previous Post Next Post