Recover Suspended Twitter Account


আপনারা যারা Twitter Account ব্যবহার করেন, ভুল ক্রমে যদি আপনাদের Twitter Account Suspended হয়, তাহলে আপনারা কিভাবে Suspended Twitter Account সমস্যাটি সমাধান করবেন, বিস্তারিত এই পোস্টে আলোচনা করবো।

প্রথমে আপনাদের ফোন থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন।

তারপর আপনাদের Twitter Account ব্রাউজারে লগইন করবেন।

তারপর আপনারা ব্রাউজারে নিউ ট্যাপ ওপেন করবেন।

তারপর আপনারা গুগল এ সার্চ করবেন Help Center তারপর আপনারা সেই অপশনে ক্লিক করবেন।


তারপর আপনারা স্কল ডাউন করে নিচে আসবেন, তারপর দেখতে পাবেন About Suspended Account এই অপশনে ক্লিক করবেন।


তারপর আবার আপনারা স্কল ডাউন করে নিচে আসবেন, তারপর দেখতে পাবেন Here এই অপশনে ক্লিক করবেন।


তারপর আবার আপনারা স্কল ডাউন করে নিচে আসবেন, তারপর দেখতে পাবেন Description আপনারা এই Description কি লেটার টাইপ করবেন সে Sample টি দেওয়া হলো 
Dear Twitter Team,
My self "Your Name"
I don't know why my twitter
account has been suspended. I
always follow the policy of Twitter 
and never violate its
Policy, terms and conditions so
please review my account
and restore it as soon as possible Thank You
My Twitter User id "Your Twitter ID Name"


তারপর আপনারা Submit অপশনে ক্লিক করবেন, তারপর আপনাদের Twitter Account Review করে দেখবে, যদি আপনাদের Twitter Account কোনো Rules Violate না করেন, তাহলে ৪৮ ঘন্টার মধ্যে আপনাদের Twitter Account Suspended Problem Solved হয়ে যাবে।

এই ভাবে আপনারা Suspended Twitter Account সমস্যাটি সমাধান করবেন, যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ 

Post a Comment

Previous Post Next Post