রবি অ্যাপে দারুন একটি অপশন অ্যাড হয়েছে, রবি অ্যাপ থেকে আপনারা এখন এক সাথে অনেক গুলো রবি নাম্বারে মোবাইল রিচার্জ করতে পারবেন, কিভাবে আপনারা এক সাথে ১০-১৫টি রবি নাম্বারে রিচার্জ করবেন সেই বিষয়ে আপনাদের সাথে এই পোস্টে বিস্তারিত আলোচনা করবো।
প্রথমে প্লে-স্টোর রবি অ্যাপটি আপডেট করে নিবেন।
তারপর আপনারা রবি অ্যাপটি ওপেন করবেন।
তারপর আপনাদের রবি নাম্বার দিয়ে রবি অ্যাপে লগইন করে নিবেন।
তারপর রবি অ্যাপে লগইন করার পর দেখতে পারেন রিচার্জ অপশন আপনারা সেই অপশনে ক্লিক করবেন।
তারপর আপনারা রবি নাম্বারে কত টাকা রিচার্জ করবেন, সেই টাকার Account টাইপ করে দিবেন।
তারপর আপনারা এক সাথে একাধিক রবি নাম্বারে রিচার্জ করার জন্য Add Another Number এই অপশনে ক্লিক করবেন।
তারপর যে রবি নাম্বারে রিচার্জ করবেন সেই নাম্বারটি টাইপ করে কত টাকা রিচার্জ করবেন সেই টাকার Amount টাইপ করবেন, তারপর আরো যদি আপনারা রবি নাম্বারে রিচার্জ করতে চান তাহলে আবার And Another Number অপশনে ক্লিক করে রবি নাম্বার টাইপ করে টাকার সংখ্যা টাইপ করে দিবেন, এই ভাবে এক সাথে অনেক রবি নাম্বারে রিচার্জ করতে পারবেন।
তারপর আপনারা পেমেন্ট অপশনটি সিলেক্ট করে Pay Now অপশনে ক্লিক করবেন।
তারপর I Agree তে ক্লিক করে আপনাদের বিকাশ নাম্বার টাইপ করে Confirm অপশনে ক্লিক করবেন।
তারপর বিকাশের ওটিপি কোড টাইপ করে Confirm অপশনে ক্লিক করবেন।
তারপর আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন কোড টাইপ করে Confirm অপশনে ক্লিক করলেই এক সাথে একাধিক রবি নাম্বারে রিচার্জ হয়ে যাবে
এই ভাবে আপনারা রবি অ্যাপ থেকে এক সাথে একাধিক রবি নাম্বারে মোবাইল রিচার্জ করতে পারবেন, যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ