Play Store App Latest Version Update


আপনারা কমবেশি প্লে-স্টোর থেকে আপনাদের ফোনের অ্যাপ গুলো আপডেট করে থাকেন, কখনো কি আপনারা আপনাদের ফোন থেকে প্লে-স্টোর আপটি আপডেট করেছেন, আপনাদের দেখাবো কিভাবে প্লে-স্টোর আপটি আপডেট করবেন।

প্রথমে আপনারা প্লে-স্টোর আপটি ওপেন করবেন।


তারপর আপনারা উপরে ডানপাশে আপনাদের জিমেইল অ্যাকাউন্টের লোগোতে ক্লিক করবেন।


তারপর আপনারা দেখতে পাবেন সেটিংস অপশন সেই অপশনে আপনারা ক্লিক করবেন।


তারপর আপনারা অ্যাবাউট অপশনে ক্লিক করবেন।


তারপর আপনারা দেখতে পাবেন আপডেট প্লে-স্টোর অপশন সেই অপশনে ক্লিক করলেই আপনাদের ফোন থেকে প্লে-স্টোর আপটি আপডেট হয়ে যাবে।


এই ভাবে আপনাদের ফোন থেকে প্লে-স্টোর আপটি আপডেট করবেন। যদি এই পোস্টটি আপনাদের উপকারে আসে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ 

Post a Comment

Previous Post Next Post