Others GP SIM Call History Check


প্রযুক্তির এই আধুনিক যুগে আমরা সকলেই আমাদের মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে যুক্ত থাকি। কিন্তু অনেক সময় আমাদের কল হিস্ট্রি চেক করার প্রয়োজন হয়, বিশেষ করে অন্য জিপি সিমের কল হিস্ট্রি চেক করা জরুরি হয়ে পড়ে। তবে চিন্তার কিছু নেই! এই ব্লগ পোস্টে আমরা আলোচনা করব অন্য জিপি সিমের কল হিস্ট্রি চেক করার সহজ ও কার্যকর পদ্ধতি সম্পর্কে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজনীয় তথ্য পেয়ে যেতে পারেন। এই সহজ পদ্ধতিগুলো অনুসরণ করে অন্য জিপি সিমের কল হিস্ট্রি চেক করা হবে ঝামেলামুক্ত এবং দ্রুত। চলুন, শুরু করা যাক!

১. প্রথমে প্লে-স্টোর থেকে মাইজিপি অ্যাপ আপনাদের ফোনে ইন্সটল করবেন, আর যদি আগে থেকেই মাইজিপি অ্যাপ আপনাদের ফোনে ইন্সটল করা থাকে, তাহলে মাইজিপি অ্যাপ ওপেন করে লগআউট করে নিবেন, তারপর মাইজিপি অ্যাপ আনইন্সটল করে আবার নতুন করে প্লে-স্টোর থেকে ইনস্টল করে ওপেন করবেন ।


২. তারপর আপনারা সাইন ইন অপশনে ক্লিক করবেন ।


৩. তারপর আপনারা যে জিপি সিমের কল হিস্টরি দেখতে চান সেই নাম্বারটি টাইপ করবেন, তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন ।


৪. তারপর সে নাম্বারে ওটিপি কোড পাঠাবে সেই ওটিপি কোডটি টাইপ করবেন, তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন ।


৫. তারপর মাইজিপি অ্যাপে লগইন হয়ে যাবে ।

৬. তারপর কল, এসএমএস, রিচার্জ, হিস্টরি দেখার জন্য নিচে দেখতে পাবেন সার্ভিস অপশন, আপনারা সেই অপশনে ক্লিক করবেন ।


৭. তারপর আপনারা হিস্টরি অপশনে ক্লিক করবেন


৭. তারপর মাইজিপি অ্যাপে কোনো পারমিশন চাইলে, পারমিশন গুলো এ্যালাও করে দিবেন ।


৮. তারপর আপনারা সব হিস্টরি গুলো দেখতে পাবেন, তারপর আপনাদের যে হিস্টরি দেখার প্রয়োজন হবে, সেই অপশনে ক্লিক করে হিস্টরি গুলো দেখে নিবেন ।


আশা করি আমাদের ব্লগ পোস্টটি পড়ে আপনি অন্য জিপি সিমের কল হিস্টরি চেক করার সহজ পদ্ধতি সম্পর্কে ভালোভাবে ধারণা পেয়েছেন। আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি কিভাবে সহজে অন্য জিপি সিমের কল হিস্টরি চেক করবেন, যা আপনার যোগাযোগের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। সঠিক তথ্য এবং সেবা পাওয়া বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আশা করি এই টিপসগুলো আপনার জন্য উপকারী হবে। আপনার যদি কোন প্রশ্ন থাকে বা আরও তথ্য জানতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। আপনার অভিজ্ঞতা শেয়ার করতে এবং এই পদ্ধতি নিয়ে আপনার মতামত জানাতে আমাদের মন্তব্য বিভাগে লিখুন।

Post a Comment

Previous Post Next Post