Alaap to Alaap Balance Transfer 2024


খুব জনপ্রিয় আইপি কলিং অ্যাপ আলাপ কমবেশি সবাই এই অ্যাপটি ব্যবহার করেন আপনারা যারা আলাপ অ্যাপ ব্যবহার করেন আলাপ অ্যাপ থেকে অন্য আরেক আলাপ অ্যাপে কিভাবে টাকা ট্রান্সফার করবেন

১. আপনাদের ফোন থেকে প্রথমে আলাপ অ্যাপটি ওপেন করবেন



২. ওপেন করার পর ডানপাশে দেখতে পাবেন ম্যানু অপশন আপনারা সেই অপশনে ক্লিক করবেন 



৩. ক্লিক করার পর দেখতে পাবেন ব্যালেন্স ট্রান্সফার অপশন আপনারা সেই অপশনে ক্লিক করবেন



৪. ক্লিক করার পর দেখতে পাবেন ফোন নাম্বার অপশন আপনারা সেই অপশনে ক্লিক করে যে আলাপ নাম্বারে টাকা ট্রান্সফার করবেন সেই আলাপ নাম্বারটা টাইপ করবেন অবশ্যই যে নাম্বার দিয়ে আলাপ অ্যাপে অ্যাকাউন্ট খুলেছেন শুরু সেই নাম্বার টাইপ করবেন 



৫. নাম্বার টাইপ করার পর কত টাকা ট্রান্সফার করবেন সেই টাকার সংখ্যা টাইপ করে দিবেন



৬. তারপর আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন 



৭. তারপর আপনারা যে নাম্বার দিয়ে আলাপ অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারে ওটিপি কোড পাঠাবে সেই কোডটি টাইপ করবেন 


৮. কোডটি টাইপ করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করলেই আলাপ অ্যাপ থেকে টাকা ট্রান্সফার হয়ে যাবে 



এই ভাবে আপনারা আলাপ অ্যাপ থেকে অন্য আরেক আলাপ অ্যাপে টাকা ট্রান্সফার করতে পারবেন


Post a Comment

Previous Post Next Post