আপনারা যারা জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করেন আপনাদের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি কেউ জেনে যায় তাহলে আপনার জিমেইল অ্যাকাউন্ট সে তার ফোনে সহজেই লগইন করতে পারবে আপনাদের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি কেউ জেনেও যায় তাহলে আপনার জিমেইল অ্যাকাউন্ট তার ফোনে কখনো লগইন করতে পারবে না কিভাবে আপনাদের জিমেইল অ্যাকাউন্টের এই সেটিংস অন করবেন
১. প্রথমে আপনার জিমেইল অ্যাপটি ওপেন করবেন
২. তারপর উপরে ডানপাশে দেখতে পাবেন জিমেইল অ্যাকাউন্টের লোগো আপনারা সেই অপশনে ক্লিক করবেন
৩. তারপর আপনারা গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন
৪. তারপর আপনারা পার্সোনাল অপশনে ক্লিক করবেন
৫. তারপর স্কল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পর দেখতে পাবেন অ্যাড রিকভারি ফোন অপশন তারপর সেই অপশনে ক্লিক করবেন
৬. তারপর আপনারা অ্যাড নাউ অপশনে ক্লিক করবেন
৭ তারপর আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন
৮. তারপর আপনাদের ফোনের ফিঙ্গার অথবা পিন কোড দিয়ে আনলক করে নিবেন
৯. তারপর আবার অ্যাড নাউ অপশনে ক্লিক করবেন
১০. তারপর আপনাদের ফোন নাম্বার টাইপ করবেন
১১. তারপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন
১২. তারপর আপনারা গেট্ অপশনে ক্লিক করবেন