Two-Step Verification on Gmail Account

আপনারা যারা জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করেন আপনাদের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি কেউ জেনে যায় তাহলে আপনার জিমেইল অ্যাকাউন্ট সে তার ফোনে সহজেই লগইন করতে পারবে আপনাদের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি কেউ জেনেও যায় তাহলে আপনার জিমেইল অ্যাকাউন্ট তার ফোনে কখনো লগইন করতে পারবে না কিভাবে আপনাদের জিমেইল অ্যাকাউন্টের এই সেটিংস অন করবেন



১. প্রথমে আপনার জিমেইল অ্যাপটি ওপেন করবেন 



২. তারপর উপরে ডানপাশে দেখতে পাবেন জিমেইল অ্যাকাউন্টের লোগো আপনারা সেই অপশনে ক্লিক করবেন




৩. তারপর আপনারা গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন 



৪. তারপর আপনারা পার্সোনাল অপশনে ক্লিক করবেন 



৫. তারপর স্কল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পর দেখতে পাবেন অ্যাড রিকভারি ফোন অপশন তারপর সেই অপশনে ক্লিক করবেন



৬. তারপর আপনারা অ্যাড নাউ অপশনে ক্লিক করবেন



৭ তারপর আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন 



৮. তারপর আপনাদের ফোনের ফিঙ্গার অথবা পিন কোড দিয়ে আনলক করে নিবেন 


৯. তারপর আবার অ্যাড নাউ অপশনে ক্লিক করবেন



১০. তারপর আপনাদের ফোন নাম্বার টাইপ করবেন 



১১. তারপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন 




১২. তারপর আপনারা গেট্ অপশনে ক্লিক করবেন


১৩. তারপর আপনাদের ফোন নাম্বারে ওটিপি কোড পাঠাবে গুগল সেই কোডটি টাইপ করবেন 



১৪. তারপর আপনারা ভেরিফাই অপশনে ক্লিক করবেন



১৫. তারপর আপনাদের জিমেইল অ্যাকাউন্টে ফোন নাম্বার অ্যাড হয়ে যাবে


১৬. তারপর আপনারা সিকিউরিটি অপশনে ক্লিক করবেন 



১৭. তারপর ২-স্টেপ ভেরিফিকেশন অপশনে ক্লিক করবেন 



১৮. তারপর টার্ন অন ২-স্টেপ ভেরিফিকেশন অপশনে ক্লিক করবেন 



১৯. তারপর আপনাদের ফোনে ২-স্টেপ ভেরিফিকেশন অপশনটি অন হয়ে যাবে 



২০. তারপর আপনাদের জিমেইল অ্যাকাউন্ট যদি অন্য কেউ লগইন করে তাহলে গুগল থেকে আপনাদের ফোন নাম্বারে ওটিপি কোড পাঠাবে সেই কোড ছাড়া আপনার জিমেইল অ্যাকাউন্ট কেউ লগইন করতে পারবে না 


আপনাদের যদি এই পোস্টটি উপকারে আসে তাহলে অবশ্যই ওয়েবসাইটি আপনারা সেভ করে রাখবেন | ধন্যবাদ 



Post a Comment

Previous Post Next Post