আপনারা যারা গুগল ফটো অ্যাপ ব্যবহার করেন গুগল ফটো অ্যাপে আপনাদের ছবি ভিডিও অটোমেটিক ব্যাকআপ হয় কিভাবে গুগল ফটো অ্যাপে অটোমেটিক ব্যাকআপ বন্ধ করবেন
১. আপনারা প্রথমে গুগলে ফটো অ্যাপটি ওপেন করবেন
২. তারপর ওপেন করার পর উপরে ডানপাশে দেখতে পাবেন আপনাদের জিমেইল অ্যাকাউন্টের লোগো আপনারা সেই অপশনে ক্লিক করবেন
৩. তারপর ফটো সেটিং অপশনে আপনারা ক্লিক করবেন
৪. তারপর আপনারা ব্যাকআপ অপশনে ক্লিক করবেন
৫. তারপর দেখতে পাবেন অটোমেটিক ব্যাকআপ অপশন অন আপনারা সেই অপশনে ক্লিক করে অপশনটি বন্ধ করে দিবেন
৬. তারপর থেকে গুগল ফটো অ্যাপে আপনাদের ছবি ভিডিও অটোমেটিক ব্যাকআপ আর হবে না
আপনাদের যদি এই পোস্ট উপকারে আসে তাহলে অবশ্যই ওয়েবসাইটি আপনারা সেভ করে রাখবেন | ধন্যবাদ