Remove Secondary Robi Number in My Robi App


কমবেশি আপনারা সবাই মাইরবি অ্যাপ ব্যবহার করেন আপনাদের মাইরবি অ্যাপে যদি অন্য রবি নাম্বার অ্যাড করে রাখেন তাহলে অবশ্যই এই পোস্টটি আপনার জন্য উপকারে আসবে


আপনারা অবশ্যই সমস্ত আর্টিকেলটি স্টেপ বাই স্টেপ ফলো করবেন


প্রথমে আপনারা মাইরবি অ্যাপটি ওপেন করবেন তারপর নিচে দেখতে পাবেন মোর অপশন সেই অপশনে ক্লিক করবেন


তারপর স্কল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পর দেখতে পাবেন সেকেন্ডারি অ্যাকাউন্ট সেই অপশনে ক্লিক করবেন


তারপর আপনারা মাইরবি অ্যাপে কত গুলো রবি নাম্বার অ্যাড করেছেন সেই সমস্ত নাম্বার গুলো দেখতে পাবেন



তারপর যে নাম্বারটি রিমুভ করতে চাচ্ছেন সেই নাম্বার এর পাশে দেখতে পাবেন ক্লোজ অপশন সেই অপশনে ক্লিক করবেন




তারপর আপনারা কনফার্ম অপশনে ক্লিক করবেন



তারপর মাইরবি অ্যাপ থেকে সেই রবি নাম্বারটি
রিমুভ হয়ে যাবে


এই আর্টিকেল মত আরো নতুন আর্টিকেল পেতে অবশ্যই ওয়েবসাইটি ফলো করে রাখবেন | ধন্যবাদ 

Post a Comment

Previous Post Next Post